সোমবার, ১০ নভেম্বর ২০২৫ সালের বুকার পুরস্কারবিজেতার নাম ঘোষণা করা হয় বুকার কমিটির তরফ থেকে। হাঙ্গেরীয়-ব্রিটিশ সাহিত্যিক ডেভিড সলয় তাঁর উপন্যাস ‘ফ্লেশ’-এর জন্য পেয়েছেন ২০২৫ সালের বুকার বিজেতার পদক।
সলয়ের ষষ্ঠ উপন্যাস ‘ফ্লেশ’, ইস্তভান নামের এক ব্যক্তির যৌবনকাল থেকে মধ্যবয়স পর্যন্ত সময়ের টানাপোড়েনকে তুলে ধরেছেন। বুকার পুরস্কারের বিচারক কমিটির সদস্যরা এই বইটি সম্পর্কে বলেছেন, ‘ঠিক এইরকম লেখা এর আগে কখনও পড়িনি।‘
বিচারক প্যানেলের চেয়ারম্যান রডি ডয়েল বলেছেন, ‘এই বইটি বিভিন্ন দিক থেকে একটি ডার্ক লিটারেচার, কিন্তু বইটি পড়ে ভীষণভাবে আনন্দ পেয়েছি।‘ সোমবার সন্ধ্যাবেলা লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত একটি অনুষ্ঠানে ডেভিড সলয়কে ২০২৫ সালের বুকারবিজেতা হিসাবে ঘোষণা করা হয় এবং পুরস্কার হিসাবে তিনি পান ৫০ হাজার ডলার।
এইবছর বিচারক প্যানেলের সদস্য ছিলেন রডি ডয়েল, সারা জেসিকা পার্কার, ক্রিস পাওয়ার, আয়োবামি আহদেবায়োহ এবং কাইলি রিড। ২০১৬ সালেও সলয়ের উপন্যাস ‘অল দ্যাট ম্যান ইজ’ বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।