১৮ মে, রবিবার অর্থোপেডিক চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অর্থোপেডিক কনসার্ন (ডব্লিউওসি)-র ভারতীয় শাখার বার্ষিক সম্মেলন হল কলকাতায়। শুরুতে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলেও অর্থোপেডিক চিকিৎসা সংক্রান্ত নতুন নতুন গবেষণা, বিভিন্ন জটিল রোগে চিকিৎসকদের সাফল্য ও মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরা হয়। শহরের পার্ক হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে সারা ভারতের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সেইসঙ্গে অর্থোপেডিক চিকিৎসায় সহযোগী স্বাস্থ্যকর্মীদেরও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়, যাতে অর্থোপেডিক সংক্রান্ত কর্মশালার মাধ্যমে তাদের কাজের মান আরও উন্নত করা যায়।
এদিন সর্ব ভারতীয় ক্ষেত্রে অর্থপেডিক সংক্রান্ত জটিল সমস্যায় আক্রান্ত বেশ কিছু রোগীর দৃষ্টান্ত তুলে ধরা হয়। উন্নত শল্য চিকিৎসার মাধ্যমে তাঁদের কীভাবে সেই সব জটিল সমস্যা থেকে মুক্ত করা হয়েছে, তার একটি ভিস্যুয়াল চিত্র তুলে ধরেন ডাক্তার রমেশ কুমার সেন ও ডাক্তার বিপ্লব দলুই। পাশাপাশি বর্তমান ব্যস্ত জীবনে মানুষ সবচেয়ে বেশি অর্থোপেডিক সমস্যা সংক্রান্ত যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের সেইসব জটিল সমস্যা থেকে মুক্ত করতে কোন পথে এগোতে হবে, তারও একটি রূপরেখা তুলে ধরেন।