বিপুল সংখ্যায় আবেদন, প্রকাশ্যে কলকাতা পুরসভার জন্ম-মৃত্যু শংসাপত্রের পরিসংখ্যান

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হতেই কলকাতা পুরসভায় জন্ম ও মৃত্যু শংসাপত্র তোলার হিড়িক পড়েছে। ভোটার তালিকায় নাম তোলা কিংবা তথ্য সংশোধনের জন্য প্রমাণপত্র হিসেবে জন্ম-মৃত্যু শংসাপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়ায় একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ পুরসভার দ্বারস্থ হচ্ছেন।

এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার অনলাইন পোর্টালে জন্ম ও মৃত্যু শংসাপত্রের জন্য আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বাড়তি চাহিদা সামাল দিতে ধাপে ধাপে স্লটও বাড়াতে শুরু করে পুরসভা। তবে এতদিন পর্যন্ত ঠিক কতগুলি শংসাপত্র ইস্যু করা হয়েছে, তার কোনও স্পষ্ট পরিসংখ্যান সামনে আসেনি। অবশেষে সেই তথ্য প্রকাশ্যে এল বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অধিবেশনে প্রশ্ন তুলে জানতে চান, গত অগস্ট মাস থেকে এখনও পর্যন্ত কলকাতা পুরসভা মোট কতগুলি জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদান করেছে।

এই প্রশ্নের উত্তরে ডেপুটি মেয়র অতীন ঘোষ বরো-ভিত্তিক বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, পুরসভার ১৬টি বরো অফিস এবং সদর দপ্তর মিলিয়ে মোট ৯ হাজার ৬১৯টি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। এর মধ্যে শুধু সদর দপ্তর থেকেই দেওয়া হয়েছে ১ হাজার ৩২৬টি শংসাপত্র।
অন্যদিকে, একই সময়ের মধ্যে মোট ৩ হাজার ২০৬টি মৃত্যু শংসাপত্র প্রদান করেছে কলকাতা পুরসভা। তার মধ্যে ৭০১টি মৃত্যু শংসাপত্র ইস্যু হয়েছে সদর দপ্তর থেকে।


ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নাগরিকদের মধ্যে সচেতনতা যেমন বেড়েছে, তেমনই তার সরাসরি প্রভাব পড়ছে পুরসভার পরিষেবায়। জন্ম ও মৃত্যু শংসাপত্রের চাহিদার এই ঊর্ধ্বগতি আগামী দিনে আরও বাড়বে কি না, সে দিকেই এখন নজর পুরসভার।