দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ছাত্র সঙ্ঘের এবারের কালীপুজোর থিম ‘আলো’। এবার এই ক্লাবের পুজো ৬৩ বছরে পা দিল। এই থিমের মাধ্যমে তারা শ্রদ্ধা জানাচ্ছে সমাজের সেই মানুষদের, যারা দৃষ্টিহীন হলেও নিজের মতো করে অনুভব করেন এই পৃথিবীকে। এই বছর প্যান্ডেল সজ্জা ও থিমের ভাবনা তৈরি করেছেন শিল্পী বিভাস মুখার্জি।
তাঁর কথায়, ‘অন্ধ মানুষ আলাদা নন, তাঁরা আমাদের মতোই পৃথিবীকে বোঝেন, শুধু তাঁদের দেখার ধরন আলাদা। তাই আলো মানে শুধু চোখে দেখা নয়, মনের অনুভবও।’ পুরো প্যান্ডেলের নকশায় রয়েছে এক গভীর প্রতীকী বার্তা। এক দিক পুরোপুরি আলোকিত, আর অন্য দিক সেই আলোর প্রতিবিম্বে উজ্জ্বল, যেন বোঝানো হয়েছে, আলো শুধু দেখা নয়, ছোঁয়া ও অনুভবও হতে পারে।
সবচেয়ে বিশেষ বিষয় হল, প্যান্ডেলের চিত্রকর্ম ও অলঙ্করণে ব্রেইল লিপি ব্যবহার করা হয়েছে, যাতে দৃষ্টিহীন দর্শনার্থীরাও স্পর্শের মাধ্যমে শিল্পকর্ম ‘পড়তে’ ও অনুভব করতে পারেন। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শহরের বিভিন্ন সামাজিক সংগঠনও। থিমের ভাবনায় প্রতিফলিত হয়েছে মানবিক মূল্যবোধ, যেখানে আলো মানে অন্তরের জাগরণ, বোঝাপড়া ও সহানুভূতি।
পাশাপাশি, প্যান্ডেলে সূক্ষ্মভাবে স্মরণ করা হয়েছে দৃষ্টিহীনদের জীবন বদলে দেওয়া দুই মহান ব্যক্তিত্ব, লুই ব্রেইল ও হেলেন কেলার – যাদের অনুপ্রেরণায় এই থিমের জন্ম। দক্ষিণ কলকাতার আকাশে যখন দীপাবলি ও কালীপুজোর আলো ঝলমল করছে, তখন এই প্যান্ডেল মনে করিয়ে দিচ্ছে – সত্যিকারের আলো সব সময় চোখে দেখা যায় না, কখনও কখনও সেটি মনের গভীরে অনুভূত হয়।