যুবভারতীকাণ্ডে আয়োজককেই দোষারোপ করলেন পুলিশ কমিশনার

প্রতিনিধিত্বমূলক চিত্র

মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে ফের আয়োজকদের গাফিলতির তথ্যই সামনে আনলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাঁর দাবি, শেষ মুহূর্তে অনুষ্ঠানের সূচি বদল করা হয়েছিল। অথচ সে বিষয়ে পুলিশকে আগাম কিছু জানানো হয়নি।

পুলিশ কমিশনার জানান, মেসির সফর নিয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তাঁর অবস্থানের জায়গা ছিল তাজ বেঙ্গল। সেই সময় আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে একবার দেখাও হয়েছিল। কিন্তু পরে আচমকা অনুষ্ঠান ও থাকার জায়গা বদলে যায়। তখন আর কোনও যোগাযোগ রাখা হয়নি। শেষ পর্যন্ত মেসি হায়াতে ওঠেন। কিন্তু সেই পরিবর্তনের তথ্য পুলিশের কাছে সময়মতো পৌঁছয়নি।

কলকাতা পুলিশ কমিশনারের কথায়, এত বড় আন্তর্জাতিক তারকার সফর সূচি বদল হলে তা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়াই যুবভারতীতে বিশৃঙ্খলার বড় কারণ হয়ে দাঁড়ায়।


প্রসঙ্গত, যুবভারতীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আয়োজক শতদ্রু দত্তকে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন বিধাননগর মহকুমা আদালত তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

যুবভারতীকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার ইডেন গার্ডেন্সে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছে বলে জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাঁর বক্তব্য, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনও ফাঁক রাখা হবে না। আয়োজক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে।

ভবিষ্যতে বড় আন্তর্জাতিক ম্যাচে দর্শক ও খেলোয়াড়দের আস্থা ফেরানো যাবে কি না, সেই প্রশ্নে কমিশনার বলেন, কলকাতা পুলিশের পেশাদারিত্ব বারবার প্রমাণিত। অতীতেও বহু বড় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয়েছে। আগামীতেও শহর নিরাপত্তা সুনিশ্চিত করে অনুষ্ঠানের আয়োজন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে বড়দিনকে সামনে রেখে শহরের নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মনোজ ভার্মা। তিনি দাবি করেন, দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার পর কলকাতায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। শুধু পার্ক স্ট্রিট নয়, গোটা শহরজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। ফিল্ড পর্যায়ের আধিকারিক থেকে শুরু করে শীর্ষ আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই সব কথাই বলেন পুলিশ কমিশনার। জানা গিয়েছে, ১৭ ডিসেম্বর বডিগার্ড লাইন্স গ্রাউন্ডে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবভারতীকাণ্ড থেকে শুরু করে ভবিষ্যতে বিভিন্ন প্রস্তুতি পর্যন্ত নানা বিষয়ে মুখ খোলেন মনোজ ভার্মা।