কলকাতার ৯৪টি ভবনে জ্বলছে গৌরবের আলো, তৎপর জনগণই

পুরানো কলকাতার ঐতিহ্যকে তুলে ধরতে ‘কলকাতা রেস্টোরার্স’ নামক এক সংস্থা নতুন রকমের এক উদ্যোগ নিয়েছে। এই সংস্থাটি এখনও পর্যন্ত ৯৪টি পুরনো ভবন নতুন করে সাজিয়ে তুলেছে। প্রাথমিকভাবে মানিকতলা মার্কেটের গম্বুজে আলো জ্বালিয়ে এই উদ্যোগের জয়যাত্রা শুরু হয়েছিল। সরকারি সাহায্য নয়, কলকাতার আমজনতার সামান্য অর্থ সাহায্যেই কলকাতার পুরোনো ঐতিহ্যকে আলোময় করে তুলেছে সমাজসেবী মুদার পাথেরিয়া ও তাঁর সঙ্গীরা।

যেভাবে শহরের সাধারণ মানুষ শহর কলকাতাকে আলোর শহর তৈরি করতে এগিয়ে এসেছে, এই উদ্যোগ আর ব্যক্তিগত নেই। এর মধ্য দিয়ে এক গণতান্ত্রিক রূপের প্রতিচ্ছবি উঠে এসেছে। এখনও পর্যন্ত রাজভবন, সেন্ট পল’স ক্যাথেড্রাল, এজি বেঙ্গল, জেনারেল পোস্ট অফিস, সেন্ট্রাল টেলিগ্রাফ অফিস, ইস্টার্ন রেলওয়ের কয়লাঘাট বিল্ডিং, নিউ মার্কেট, সেন্ট জন’স চার্চ, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব প্রভৃতি এই আলোর উৎসবের সাক্ষী থেকেছে। কলকাতা শহরের নিচুতলা থেকে শুরু করে মধ্যবিত্ত এবং উঁচুতলার সব মানুষই যে শহরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে, স্থাপত্যকে আলোতে রাখতে তৎপর তা তাঁদের এই প্রচেষ্টায় অংশগ্রহণ থেকেই স্পষ্ট।