সল্টলেকের এক সংস্থার অফিসে ডাকাতির ঘটনা ঘটল। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে জিসি ব্লকে। একটি বাড়ির নীচের তলায় ওই অফিসটি ছিল। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, আতঙ্কের কিছু নেই। প্রতিদিন রাতে এলাকায় পুলিশি টহল চলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
সল্টলেকের জিসি ব্লকের ১৮৪ নম্বর বাড়ির মালিক বিদেশে থাকেন। বাড়ির নীচের তলায় রয়েছে একটি অফিস। রাতে অফিসে তালা দিয়ে কর্মীরা চলে যান। বুধবার রাতে পাঁচজনের একটি দল ওই অফিসেই ডাকাতি করেছে। মেন গেটের তালা ভেঙে ওই বাড়িতে ঢোকে ডাকাতদল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় সংশ্লিষ্ট অফিসের কেউ জড়িত রয়েছে কি না, তদন্তে সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সল্টলেক দক্ষিণ থানা এলাকার মধ্যে পড়ে ওই এলাকাটি। প্রতি রাতে সেখানে টহল দেয় পুলিশের ভ্যান। বুধবার রাতে পুলিশের টহলদারি ভ্যানের নজরে আসে সংশ্লিষ্ট এলাকায় নম্বরবিহীন স্কুটি এবং বাইকে করে পাঁচজন যাচ্ছেন। পুলিশের ভ্যান তাড়া করলে দুষ্কৃতীরা পুলিশকে আগ্নেয়াস্ত্রও দেখায়। পুলিশ পিছু ধাওয়া করলে দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে যায়। এরপরই জিসি ব্লকে ডাকাতির খবর আসে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
বাড়ির একতলাতেই থাকে কেয়ারটেকারের পরিবার। যদিও তাঁরা কাউকে ঢুকতে বা বেরতে দেখেনি। সূত্রের খবর, মেন গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। অফিস থেকে টাকা-সহ বেশকিছু মূল্যবান নথি চুরি হয়েছে। এই বাড়ির কিছুটা দূরেই একটি কলেজের ক্যাম্পাস রয়েছে। সেখানে রাত পর্যন্ত পুলিশকর্মীরা থাকেন। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটে গেল তা নিয়ে ধন্দে এলাকাবাসী। মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আগে এলাকায় রেইকি করেছিল।