বেনিয়াপুকুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। প্রেমের ফাঁদে ভুলিয়ে ওই কিশোরীকে ঘরে ডাকে এক যুবক। তারপর মাদকাচ্ছন্ন করে বন্ধুর সঙ্গে মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার বেনিয়াপুকুরে এই নারকীয় ঘটনা ঘটে। ণধর্ষণের অশ্লীল ভিডিও তৈরি করে কিশোরীকে ব্ল্যাকমেলও করতে থাকে অভিযুক্তরা। ইতিমধ্যেই অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো আইনে গণধর্ষণের মামলা রুজু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম মহম্মদ সরফরাজ ও মহম্মদ সইফ। সরফরাজ ওই কিশোরীর সঙ্গে প্রেমের অভিনয় করতে শুরু করে। মঙ্গলবার সরফরাজ তার বান্ধবীকে নিয়ে যায় বেনিয়াপুকুরের নর্থ রেঞ্জ এলাকায়, তার বন্ধু সইফের বাড়িতে। সেখানেই তাকে মাদক মেশানো ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। কিশোরী অচেতন হয়ে যাওয়ার পর দুই বন্ধু মিলে তাকে গণধর্ষণ করে বলেই অভিযোগ। ধর্ষণের ভিডিও-ও নাকি তুলে রাখা হয় মোবাইলে।
এরপর সেই ভিডিও দেখিয়ে কিশোরীকে ব্ল্যাকমেল করতে থাকে তারা। ক্রমাগত ব্ল্যাকমেলের জেরে কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। অভিভাবকদের কাছে সব কথা জানায় সে। এরপর নাবালিকার পরিবারের সদস্যরা বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে। বেনিয়াপুকুর থানার পুলিশ অভিযোগ পেয়েই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করে। তারপর অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।