চুরি যাওয়া লরি উদ্ধার করে বড়সড় সাফল্য দেখাল হাওড়া গ্রামীণ পুলিশের বাগনান থানা। এক মাসের তদন্তে উদ্ধার হয়েছে লরি এবং ৪৪ লক্ষ টাকার রেলওয়ের সামগ্রী। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে কলকাতা থেকে সেকেন্দ্রাবাদগামী একটি লরি বাগনানের ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে থেকে ছিনতাই হয়। লরিতে ছিল বিপুল পরিমাণ রেলওয়ের সামগ্রী, যার আনুমানিক মূল্য ৪৪ লক্ষ টাকা। চুরির পর লরির মালিক বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।
তদন্তে নেমে পুলিশ শুক্রবার হাওড়ার আন্দুল এলাকা থেকে মোহিত সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হয় চুরি যাওয়া লরি ও সামগ্রী। বাগনান থানার আইসি অভিজিত দাস জানিয়েছেন, অভিযুক্তরা পুলিশের নজর এড়াতে লরির রঙ ও নম্বর প্লেট বদলে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে যায় চক্রটি।
এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তে আরও নাম জড়ানোর সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।