টিউমার অপেরেশনে নজির গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। প্যানক্রিয়াসের মাথায় বেড়ে ওঠা প্রায় ২ কেজির এক ভয়ংকর টিউমার অপসারণ করে ৩৭ বছরের এক মহিলার প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। প্রায় ১০ ঘণ্টা দীর্ঘ অস্ত্রোপচারের শেষে চিকিৎসকদের দাবি, এ দেশে তো বটেই, বিশ্বের চিকিৎসা ইতিহাসেও এমন বিশাল আকারের টিউমার অস্ত্রোপচারের ঘটনা খুবই বিরল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙার ওই মহিলা সম্প্রতি পেটে ব্যথা ও নানা উপসর্গ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর প্যানক্রিয়াসের মাথায় বিশালাকার এক টিউমার গজিয়েছে। আকারে প্রায় ২০ সেন্টিমিটার লম্বা ও ১৬ সেন্টিমিটার চওড়া এই টিউমারের ওজন ২ কেজিরও বেশি। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ‘সলিড সিউডোপ্যাপিলারি এপিথেলিয়াল নিওপ্ল্যাজম প্যানক্রিয়াস’ বা সংক্ষেপে ‘এসপিইএন’। এই ধরনের টিউমার সাধারণত মধ্যবয়সী মহিলাদের মধ্যে দেখা গেলেও যেকোনও বয়স বা লিঙ্গেই হতে পারে।
অস্ত্রোপচারে চিকিৎসকদের নেতৃত্ব দেন এসএসকেএম-এর গ্যাসট্রোইন্টেস্টিনাল সার্জারি বিভাগের চিকিৎসক তুহিনশুভ্র মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন ডাঃ সুমন দাস, ডাঃ হিমাভ সাহা, ডাঃ স্বপ্নিল সেন। অ্যানাস্থেসিয়ার দায়িত্ব সামলান অধ্যাপক তাপস ঘোষ, ডাঃ সৈকত ভট্টাচার্য ও ডাঃ দিব্যেন্দু গড়াই। ঝুঁকিপূর্ণ হলেও সফলভাবে এই অপারেশন শেষ করতে সক্ষম হন তাঁরা। বর্তমানে রোগিণীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসক তুহিনশুভ্র মণ্ডল বলেন, ‘বাংলা তো বটেই, গোটা দেশেই এমন টিউমার আমরা আগে দেখিনি। বিশ্বে এরকম টিউমার খুবই বিরল। আমরা জানতাম ঝুঁকি ছিল প্রবল। তবুও গর্বিত যে, আমাদের টিম এই কাজ সফলভাবে করতে পেরেছে।’