ঘুমন্ত পথ শিশুকে অপহরণ করে যৌন হেনস্থা! বটতলা থানায় দায়ের অভিযোগ

প্রতীকী চিত্র।

খাস কলকাতায় ফুটপাথবাসী শিশু কন্যাকে অপহরণ করে যৌন হেনস্থা! দোষীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করেছে পুলিশ।

গত শনিবার ঘটনাটি ঘটেছে বটতলা থানা এলাকায়। সূত্রের খবর, বেলা ১টা ৪৫ নাগাদ ফুটপাথে এক বাচ্চার কান্না শুনতে পান এলাকাবাসী। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে সাত মাসের শিশুকন্যাটিকে উদ্ধার করে। তার শরীরে একাধিক ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ঘটনার দিন সকালেই ওই এলাকারই এক ফুটপাথবাসী দম্পতি তাঁদের সাত মাসের শিশু সন্তান নিখোঁজের অভিযোগ দায়ের করেন বটতলা থানায়। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে বিডন স্ট্রিটের ফুটপাথে শিশুকন্যাকে নিয়ে ঘুমাচ্ছিলেন তাঁরা। তখনই ঘুমন্ত অবস্থায়, বাবা-মায়ের অলক্ষ্যে তুলে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সকালে থানায় অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ফুটপাথ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। সূত্রের খবর, শিশুটিকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই ধরা পরে শিশুর যৌন হেনস্থার কথা। হাসপাতাল সূত্রে খবর, তার যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। ঘটনার পরে বটতলা থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা শিশুর মা। যার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২) ধারায় অপহরণ, ৬৫(২) ধারায় ১২ বছরের নিচে শিশুকে ধর্ষণ এবং শিশু সুরক্ষা আইনের (পকসো) আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে দোষীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও।