রবিবার সকাল থেকেই বড়সড় যান নিয়ন্ত্রণের মুখে পড়তে চলেছে কলকাতা ও হাওড়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। মেরামতির কাজের জন্য ভোর ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) ও কোনা এক্সপ্রেসওয়ে।
হাওড়া সিটি পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেতুর রক্ষণাবেক্ষণের পাশাপাশি সাঁতরাগাছি বাস টার্মিনালের কাছে স্টিল বিম বসানোর কাজ চলবে। কোনা এক্সপ্রেসওয়ের এলিভেটেড করিডর প্রকল্পের অংশ হিসেবে এই কাজের জন্য ছুটির দিনটি বেছে নেওয়া হয়েছে।
বিকল্প রুটের নির্দেশিকা
-
কোলাঘাট দিক থেকে কলকাতাগামী গাড়ি: ধুলাগড়–নিবড়া–সলপ–পাকুড়িয়া হয়ে সিসিআর সেতু পেরিয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।
-
ডানকুনি দিক থেকে কলকাতাগামী গাড়ি: সরাসরি নিবেদিতা সেতু ব্যবহার করা যাবে।
-
কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি: দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।
-
পণ্যবাহী নয় এমন কোলাঘাটগামী গাড়ি: কাজীপাড়া–আন্দুল রোড–আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করুন।
-
ডানকুনিগামী ছোট গাড়ি: শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া–আমতা রোড–সলপ হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে হবে।
-
নিবড়া দিক থেকে সাঁতরাগাছি স্টেশনগামী গাড়ি: জগাছা–মহিয়ারি রোড ব্যবহার করা যাবে।
হাওড়া সিটি পুলিশের ডিসি (ট্রাফিক) সুজাতা বীণাপাণি জানান, রবিবার রাতে সাড়ে ৯টার পরই স্বাভাবিক হবে যান চলাচল। তিনি এ-ও বলেন, ‘‘চালকদের অনুরোধ করা হচ্ছে বিকল্প রুটগুলি ব্যবহার করতে এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলতে, যাতে অপ্রয়োজনীয় যানজট না হয়।’’