সায়েন্স সিটির ‘অন দ্য এজ?’ জলবায়ু পরিবর্তন প্রদর্শনীকে আন্তর্জাতিক পুরস্কার

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্বমঞ্চে ভারতের বিজ্ঞান জাদুঘর পর্ষদের বড় সাফল্য। কলকাতার সায়েন্স সিটি নির্মিত জলবায়ু পরিবর্তন বিষয়ক স্থায়ী প্রদর্শনী ‘অন দ্য এজ?’–এর জন্য জাতীয় বিজ্ঞান জাদুঘর পর্ষদ আন্তর্জাতিক স্তরের এক বিশেষ পুরস্কারে ভূষিত হতে চলেছে। গত ১৫ নভেম্বর দুবাইয়ে আয়োজিত আন্তর্জাতিক জাদুঘর পরিষদের সাধারণ সম্মেলনে এই সম্মান প্রদানের কথা ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, সায়েন্স সিটিতে নির্মিত এই প্রদর্শনী পৃথিবীর দ্রুত বদলে যাওয়া জলবায়ু, মানবসৃষ্ট বিপদ, বৈজ্ঞানিক তথ্য এবং ভবিষ্যতের করণীয়— সবকিছুই সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় ও প্রযুক্তিনির্ভর উপায়ে তুলে ধরে। ‘বসুধৈব কুটুম্বকম’-এর ভাবনা ও দীর্ঘস্থায়ী বিশ্ব উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি এই গ্যালারিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অনন্য উদ্যোগ হিসেবে দেখছেন।

জাতীয় বিজ্ঞান জাদুঘর পর্ষদের মহাপরিচালক এ ডি চৌধুরী বলেন, মানুষের তৈরি জলবায়ু সংকট, তার ভয়াবহ প্রভাব এবং প্রতিরোধ ও অভিযোজনের প্রয়োজনীয়তা— সবই নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক সম্মান পাওয়ায় ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন করার প্রচেষ্টা শক্তিশালী হল।


জানা গিয়েছে, চলতি বছরের ১১ জানুয়ারি কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই গ্যালারির উদ্বোধন করেন। ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি দর্শনার্থী নতুন এই প্রদর্শনী ঘুরে গিয়েছেন। এই আধুনিক প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন উপস্থাপনা, আলোচনাভিত্তিক প্রদর্শন, চলচিত্র, দৃশ্যভিত্তিক অভিজ্ঞতা এবং অংশগ্রহণমূলক সরঞ্জাম— যা জলবায়ু সংকটের বৈজ্ঞানিক কারণ, প্রভাব এবং করণীয় স্পষ্টভাবে তুলে ধরছে।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক পুরস্কার মূলত সেই সব বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে দেওয়া হয়, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে, অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি মেনে চলে এবং পরিবেশ ও মানবকল্যাণে স্থায়ী ভবিষ্যতের পথ দেখায়।