চিত্রগ্রাহকের নাম করে ধর্ষণ, গ্রেপ্তার এক

প্রতীকী চিত্র

শহরের নামী চিত্রগ্রাহকের নাম করে ডেকে ধর্ষণের অভিযোগে বারাকপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল যাদবপুর থানার পুলিশ। ধৃতের নাম প্রতীক পাল ওরফে সায়ন (৩৭)। অন্যদিকে আরও এক অভিযুক্ত তপন পাল ওরফে অনিকেত বসু পলাতক।

সূত্রের খবর, নামী ওই চিত্রগ্রাহকের নাম করে ডেকে মহিলাদের দিনের পর দিন ধর্ষণ করত দুই যুবক। অনেককে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। সম্প্রতি বিষয়টি নজরে আসতেই গত জানুয়ারি মাসের মাঝামাঝিতে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই চিত্রগ্রাহক। সেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে বারাকপুরের নোনাচন্দন পুকুর বাজার এলাকা থেকে অভিযুক্ত প্রতীককে গ্রেপ্তার করে পুলিশ।