ছটপুজোর আগে রবিবার সকাল দশটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর লেক। মঙ্গলবার সন্ধে ছ’টা পর্যন্ত এই লেক চত্বরে প্রবেশ নিষিদ্ধ থাকবে। জল দূষণ রুখতে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নিয়েছে কেএমডিএ। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট। তাঁদের কথায়, ‘গতবার সরোবরের জলাশয়ে বহু কচ্ছপ মারা গিয়েছিল। বাজি ফাটানো, ময়লা ফেলা বন্ধ হওয়া উচিত।’
সরোবরের গেট বন্ধ রাখার পাশাপাশি কড়া পুলিশি নজরদারি ও ব্যারিকেডের ব্যবস্থাও করা হয়েছে, যাতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ভিতরে ঢুকতে না পারে। প্রতি বছরই ছটের আগে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে, দহিঘাট ও তক্তাঘাটে চলছে শহরের বৃহত্তম ছটপুজোর প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। গঙ্গার বিভিন্ন ঘাটে আলোকসজ্জা, নিরাপত্তা ও ডুবুরির ব্যবস্থাও করা হয়েছে দুর্ঘটনা এড়াতে।