প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সম্পর্কে সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষকে সামনে রেখে এ বছর ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সের কলকাতা রিজিয়োনাল ক্যাম্পাস, পশ্চিমবঙ্গ–সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনারের দপ্তর এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ’ একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হল দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘পার্পেল ফেয়ার’।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভী ভার্মা গর্গ, ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বি সত্যনারায়ণ রাজু এবং রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রিন্সিপাল স্বামী একচিত্তানন্দ। উদ্বোধনের পরই শুরু হয় নানা কর্মসূচি।
কয়েক শো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র–ছাত্রী সারাদিন জুড়ে খেলাধুলা, গান, সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নিয়ে আনন্দে মুখর করে তোলে একাডেমির প্রাঙ্গণ। শিশুদের অংশগ্রহণ দেখে অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরাও আপ্লুত হন।
সুরভী ভার্মা গর্গ বলেন, ‘এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র–ছাত্রীদের আত্মনির্ভর করে তোলা। তাদের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে আমরা সবসময় পাশে থাকব।’
স্বামী একচিত্তানন্দ জানান, স্বামী বিবেকানন্দের আদর্শে প্রকৃত শিক্ষার আলোয় দৃষ্টি প্রতিবন্ধী ছাত্ররা যাতে স্বনির্ভর, দৃঢ় ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে ওঠে, সেদিকেই প্রতিষ্ঠানের লক্ষ্য।
দিনব্যাপী এই উদ্যোগ শেষে আরও একবার স্পষ্ট হয়ে ওঠে—সমাজ তখনই এগোবে, যখন সকলের জন্য সমান অংশগ্রহণ, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা যাবে। ‘পার্পেল ফেয়ার’ সেই বার্তাই আরও দৃঢ়ভাবে তুলে ধরল।