পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পুজো উদ্যোক্তারা

কলকাতার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ। সেই লক্ষ্যেই আগামী ১০ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার সব থানার ওসি, এসি, ডিসি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়া থাকবেন কলকাতা পুরসভার প্রতিনিধি, সিইএসসি, দমকল বিভাগ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং একাধিক প্রশাসনিক সংস্থার প্রতিনিধিরা। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে শহরের প্রায় ১৫০০ পুজো কমিটির উদ্যোক্তাদের, যাঁদের পুজোয় জনসমাগম বেশি হয়।

এই বৈঠকে দুর্গাপুজোর অনলাইন অনুমতির প্রক্রিয়া, প্যান্ডেল নির্মাণে বিধিনিষেধ, চাঁদা তোলার নিয়মনীতি, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জনের সময়সূচি এবং নিরাপত্তা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। হাইকোর্ট এবং প্রশাসনের নির্দেশিকা কীভাবে পালন করতে হবে, তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হবে উদ্যোক্তাদের।


লালবাজার সূত্রে জানা গিয়েছে, এ বছর অনলাইন পারমিটের পদ্ধতিকে আরও সহজ করা হয়েছে। উদ্যোক্তাদের সুবিধার্থে সেই বিষয়েও বিস্তারিত তথ্য দেওয়া হবে বৈঠকে। পুলিশ কমিশনার এই বৈঠকে জানিয়ে দেবেন, কোনও পুজো কমিটি যদি প্রশাসনিক নিয়ম ভঙ্গ করে, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পুজোর সময় যাতে পুলিশ, প্রশাসন ও উদ্যোক্তারা সমন্বয় বজায় রেখে কাজ করতে পারেন, সেই বার্তাও দেওয়া হবে বৈঠকে। উৎসব সফল করতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে যে কোনও সমস্যা মেটানোর পরিকল্পনাও নেওয়া হবে। পুজোর আগে এই বৈঠককে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।