দু’দিনের সফরে রাজ্যে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ফাইল চিত্র

বুধবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজ্যে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় এসেছেন তিনি। তাঁর দু’দিনের এই সফরে কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। বুধবার শহরে এসেই বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি। সেখানে দেবী ভবতারিণীকে নিজের হাতে আরতি করেন। বৃহস্পতিবার, ৩১ জুলাই রাজভবনেই রাষ্ট্রপতি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে রাজভবনেই রাত্রিবাস করবেন। ১ আগস্ট, শুক্রবার দুপুরে বায়ুসেনার বিশেষ বিমানে চড়ে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশে রওনা হবেন।

তাঁর আগমনের আগেই শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ৩০ জুলাই বিকেল ৪:৩০টা থেকে রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলিতে সমস্ত প্রকার পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়, সেগুলি হল– সিন্থি ক্রসিং, বি টি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, ভূপেন বসু এভিনিউ, জে এম এভিনিউ, সি আর এভিনিউ, বি বি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবিডি বাগ (পূর্ব), ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, গভর্নমেন্ট প্লেস (ইস্ট), আর আর এভিনিউ। রাজভবনের আশেপাশে সমস্ত ধরনের ভারী পণ্যবাহী যান চলাচল ৩০ জুলাই সকাল ৬টা থেকে ৩১ জুলাই রাত ১০টা পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই সঙ্গে আগামী দু-দিন রাষ্ট্রপতির কলকাতা সফরের যে কোনও সময়, পুলিশ প্রয়োজন মনে করলে শহরের অন্যান্য আরও রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া বা সাময়িকভাবে বন্ধ করতে পারে।

পরের দিন ৩১ জুলাই সকাল ৮:৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর আর এভিনিউ, রেড রোড, জে ও এন দ্বীপ, খিদিরপুর রোড, কাসুরিনা এভিনিউ, হসপিটাল রোড, হসপিটাল রোড (ইস্ট), এজে সি বসু ফ্লাইওভার, মা উড়ালপুল, ই এম বাইপাস, হাডকো ক্রসিং এবং দুর্গাপুর ব্রিজে যান চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে।