বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অভিযোগ, বকেয়া বিলের অঙ্ক প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায়, শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, বনগাঁর পাল্লা এলাকায় বিধায়কের বাড়িতে তাঁর ভাই জয়দেব মজুমদারের নামে একটি বিদ্যুৎ মিটার রয়েছে। সেই মিটারের বিল বকেয়া থাকার জেরেই মঙ্গলবার সংযোগ কেটে দেয় স্থানীয় বিদ্যুৎ দপ্তর। খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেস বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিদ্যুৎ চুরি অভিযোগ তুলে সরব হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতা শুভজিৎ দাস কটাক্ষ করে বলেন, ‘একজন জনপ্রতিনিধির সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকে, এটা লজ্জার। এরা সমাজের কলঙ্ক।’ তিনি রাজ্য সরকারের কাছে বিধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁর দাবি, ওই বাড়িতে তিনটি মিটার রয়েছে এবং ভাইয়ের নামে থাকা মিটারে দীর্ঘদিন ধরে বেনিয়মে বিল উঠছে। বিধায়কের অভিযোগ, ‘বিদ্যুৎ দপ্তর অতিরিক্ত বিল পাঠাচ্ছিল, আমরা একাধিকবার অভিযোগ জানিয়েছি। সমস্যা সমাধান না হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন জানিয়েছিলাম আমরা নিজেরাই।’
স্বপন মজুমদার আরও অভিযোগ করেন, রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন।