ফের মেট্রো বিভ্রাটের জন্য বুধবার সকালে দুর্ভোগের শিকার হতে হয়েছে মেট্রোর নিত্যযাত্রীদের। যতীন দাস পার্ক এবং নেতাজি ভবনের মধ্যেকার লাইনে জল জমে যাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বেশ কয়েকটি স্টেশনে বার বার মেট্রো থেমে থেমে এগোচ্ছিল। এর ফলে যাত্রীদের গন্তব্যে পোঁছতে দেরি হয়ে যায়। এরপরই মেট্রোর পক্ষ থেকে জানানো হয় কিছু সময়ের জন্য ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকবে। দ্রুত ইঞ্জিনিয়াররা টানেলে যায়। তাঁরা টানেলে জল ঢুকে যাওয়ার নেপথ্যে কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তবে পাম্পের সাহায্যে জল বের করে দেওয়া হয়। এই সময়ে আংশিকভাবে মেট্রো চলছিল। শহিদ ক্ষুদিরাম ও উত্তম কুমার পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনেই মেট্রো চলে। আবার ময়দান থেকে দক্ষিনেশ্বর পর্যন্ত স্বাভাবিক ছিল মেট্রো পরিষেবা।
বৃষ্টির কারণে মেট্রোর লাইনে জল জমার ঘটনা নতুন নয়। এর আগেও এই একই কারণে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়েছে। কিছুদিন আগে নোয়াপাড়া স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় ৪০ মিনিটের কাছাকাছি মেট্রো বন্ধ ছিল। মেট্রো পরিষেবা বন্ধ থাকলে যাত্রীদের মধ্যে কোন পরিবহন মাধ্যম ব্যবহার করে গন্তব্যে পৌঁছবে তা নিয়ে চিন্তা শুরু হয়। এর ফলে সড়কপথে ট্রাফিকেও চাপ দেখা যায়।