উৎসবের শহরে রাস্তা থেকে পার্কিং, সবেতেই নজর পুরসভার

ফাইল চিত্র

পুজোর আগে উৎসবমুখর কলকাতা শহরকে ঝকঝকে ও সমস্যা মুক্ত রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। সোমবার পুরসভার সদর দপ্তরে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠক করেন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, দমকল, এইচআরবিসি, পূর্ত দপ্তর এবং কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরা।

মেয়রের স্পষ্ট নির্দেশ, ১৫ই সেপ্টেম্বরের মধ্যে শহরের সমস্ত রাস্তায় মেরামতির কাজ শেষ করতে হবে। এজন্য এইচআরবিসি, পূর্ত দপ্তর ও পোর্ট ট্রাস্টকে আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে উৎসবের দিনগুলিতে শহরের সমস্ত সুলভ শৌচালয় ২৪ ঘণ্টা খোলা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পানীয় জলের সরবরাহ যাতে এক মুহূর্তের জন্যও ব্যাহত না হয়, সে দিকেও থাকবে বিশেষ নজরদারি। পুজোয় বৃষ্টি হবে কিনা তা নিয়ে চিন্তা রয়েই গিয়েছে। তাই পুরসভা আগাম প্রস্তুতি সেরে নিচ্ছে।

পুরসভার কন্ট্রোলরুম খোলা থাকবে আগে থেকেই। সমস্ত পাম্পিং স্টেশন রাখা হবে সক্রিয় অবস্থায়। প্রয়োজনে অস্থায়ী পাম্প ও বিশেষ নিকাশি ব্যবস্থা চালু হবে। এ বিষয়ে মেয়র পরিষদ সদস্যরাও সরাসরি নজরদারিতে থাকবেন। মেয়র বলেন, ‘বৃষ্টি হলেও চিন্তার কারণ নেই। এবছর যেভাবে ভারী বৃষ্টিতে জল জমা আটকেছি, পুজোর সময়ও শহরে যাতে ওয়াটার লগিং না হয়, তা নিশ্চিত করবে পুরসভা। পুরসভার কন্ট্রোল রুম খোলা থাকবে ২৪ ঘণ্টা।’


শহরে যেসব রাস্তায় নিয়মিত জল জমে, সেসব রাস্তার বিশেষ রিপোর্ট পুলিশের কাছে চেয়েছেন মেয়র। তিনি জানান, ওই সব জায়গায় পেভার ব্লক কংক্রিট বসানো হবে। ইতিমধ্যেই সায়েন্স সিটির উল্টোদিকে ও ব্র্যাবোর্ন রোডে এই প্রযুক্তি ব্যবহার করে সুফল মিলেছে।

পুজোর আগে ও পুজো চলাকালীন পার্কিং সমস্যা নিয়েও উঠে এসেছে প্রশ্ন। বিশেষ করে গড়িয়াহাট এলাকায় পার্কিং নিয়ে নাজেহাল অবস্থা। পার্কিংয়ের দায়িত্বে থাকা মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার পুলিশের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।