ভুয়ো নথি দেখিয়ে বিবাদী বাগের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কয়েক কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগে বেহালা থানা এলাকার সেনহাটি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম বিশ্বরূপ চৌধুরী।
পুলিশ সূত্রে খবর, বড়বাজার, বিবাদী বাগের মতো এলাকার একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অটোমোবাইল কোম্পানির নামে ঋণ নেওয়া হত। ঘটনার তদন্তে নেমে আগেই ১১জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হল বেহালার বাসিন্দা বিশ্বরূপকে। অভিযোগ, বিএসকে অটোমোবাইল নামে এক ভুয়ো সংস্থার নাম করে টাকা তুলত অভিযুক্তেরা। তারপর সেই টাকা দিয়ে চলত আমোদপ্রমোদ।
সূত্রের খবর, সম্প্রতি বিবাদী বাগের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে নেওয়া হয়েছে ২ কোটি ৯ লক্ষ ৮৮ হাজার ৭৯১ টাকা। সেই ঘটনার তদন্তে নেমে আগেই গ্রেপ্তার করা হয় ১১ জনকে। ধৃতদের জেরা করে চক্রের সঙ্গে ব্যাঙ্কের কোনও কর্মী জড়িত কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা।