পহেলগামে জঙ্গি হামলার পর কেটে গিয়েছে প্রায় চার মাস। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি-সহ একাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের বার্তা দিয়ে একটি বিশেষ প্রতিনিধি দল সে রাজ্যে পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সংশ্লিষ্ট দল সাক্ষাৎ করেছিল কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও। এই আবহে আগামী ১০ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার, নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন দুই মুখ্যমন্ত্রী—বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ও জম্মু-কাশ্মীরের ওমর আবদুল্লা।
সূত্রের খবর, ওই দিন বিকেল ৪টে থেকে ৪টা ৪৫-এর মধ্যে এই সাক্ষাৎ হওয়ার কথা। সূচিতে পরিবর্তন না হলে, নবান্নেই হবে এই বহুল প্রতীক্ষিত বৈঠক। এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য বিনিময় নয়, বরং এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও মানবিক বার্তাও।
সম্প্রতি পহেলগামে জঙ্গি হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা। সেই পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর তরফে বিশেষ সহানুভূতির বার্তা পৌঁছে গিয়েছিল উপত্যকায়। পাশাপাশি সুদূর কাশ্মীরে বাংলার প্রতিনিধিদল পাঠানোর ওই পদক্ষেপেই আপ্লুত হন খোদ ওমর আবদুল্লাও। পাল্টা তিনি ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রীকে। জানান, বাংলার সহানুভূতিপূর্ণ অবস্থান কাশ্মীরবাসীর মনে গভীর ছাপ ফেলেছে।