বউবাজারে আবারও বাড়ি বিপর্যয়। রবিবার দুপুরে আচমকা ভেঙে পড়ে মদন দত্ত লেনের একটি পুরনো বাড়ি একটি অংশের চাঙড়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর চলাচলের কারণে বাড়ি ধসের এই বিপত্তি ঘটেছে।
ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, মেট্রোর ইঞ্জিনিয়ারসহ অন্যান্য কর্মকর্তারা। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে মেট্রোর কাজের জন্য বউবাজারে একাধিকবার বাড়ি বিপর্যয় ঘটেছে। ফাটল দেখা দেওয়ায় দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন ও সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘ কয়েকমাস ঘরছাড়া ছিলেন। গত বছরও একই ঘটনা ঘটে, যার জেরে অনেক পরিবারকে অন্যত্র বসবাস করতে হয়েছিল। প্রায় আট মাস আগে বাসিন্দারা ফের পুরনো বাড়িতে ফিরেছিলেন।
পরিবারের দাবি, মেট্রোর চলাচলের সময় বাড়িতে কম্পন অনুভূত হতো। দিন দশেক আগে বিষয়টি মেট্রো কর্তৃপক্ষকে জানিয়েও কিছু পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার দুপুরে আচমকা ধসের ফলে প্রায় ১৫টি পরিবারের বাসস্থান বিপন্ন হয়ে পড়েছিল। তবে সে যাত্রায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছিল। ঘটনার পর কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায় দ্রুত কাজ শুরু করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে মেট্রোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাসিন্দারা আগেই জানিয়েছিলেন, ভাইব্রেশন অনুভূত হচ্ছে। তারপরও মেট্রো কর্তৃপক্ষ কেন কোনও পদক্ষেপ নেয়নি, তা বোঝা যায়নি।’