রাস্তার উপরে হকারি নয়, কড়া বার্তা পুরসভার

ফাইল চিত্র

রাস্তার উপর কিংবা ফুটপাথ পুরোপুরি দখল করে হকারি আর বরদাস্ত করা হবে না। নিয়ম অনুযায়ী, হকাররা ফুটপাথের এক-তৃতীয়াংশ জায়গায় দোকান বসাতে পারেন। বাকি জায়গা পথচারীদের চলাফেরার জন্য ফাঁকা রাখতেই হবে। নিয়ম না মানলে সেই হকারিকে বেআইনি বলে গণ্য করা হবে।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক হকার রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে দোকান চালাচ্ছেন, যা পুরোপুরি বেআইনি। বিশেষ করে নিউ মার্কেটের মতো ব্যস্ত এলাকায় এরকম ছবি খুব সাধারণ। এমনকি অনেক জায়গায় পার্কিং জোন দখল করে দোকান বসানো হচ্ছে, যার ফলে গাড়ি পার্ক করতে সমস্যা হচ্ছে। কেউ কেউ তো নিউ মার্কেটের প্রবেশদ্বার পর্যন্ত আটকে দিচ্ছেন।

এই সমস্যা মেটাতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, রাস্তায় বসা সমস্ত হকারদের সরাতে খুব শীঘ্রই অভিযান চালানো হবে। তিনি স্পষ্ট বলেছেন, ফুটপাথ বা রাস্তা দখল করে আর ব্যবসা চলবে না। নিয়মিত অভিযান চালিয়ে এসব বন্ধ করা হবে।


তিনি আরও জানিয়েছেন, যেসব হকারকে সরানো হবে, তাঁদের টাউন ভেন্ডিং কমিটি নতুন জায়গা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেই জায়গা নিউ মার্কেটের বাইরে হতে পারে। তবে যতদিন না নতুন জায়গা বরাদ্দ হচ্ছে, ততদিন রাস্তায় বসে দোকান চালানো একেবারেই চলবে না।