বুধবার বসিরহাট-১ মহকুমার গোটরা পঞ্চায়েত এলাকায় ক্রেতা সুরক্ষা দপ্তরের নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন হলো। উদ্বোধন করেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মৈত্র। উপস্থিত ছিলেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং স্থানীয় বিধায়ক ড. সপ্তর্ষি ব্যানার্জী, রথীন ঘোষ প্রমুখ।
আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনের পর বসিরহাট রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র অনলাইন কেনাকাটায় ঠকে যাওয়ার যে বিপদ সে বিষয়ে আলোচনা করেন এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় দপ্তরের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন।
বসিরহাটে নতুন অফিস হওয়ায় এক বিস্তীর্ণ অংশের মানুষকে কেনাকাটা সংক্রান্ত সমস্যার সুরাহার জন্য আর বারাসাতে ছুটতে হবে না। এই অফিসেই অভিযোগ জানানো যাবে। এতে প্রচুর মানুষ উপকৃত হবেন। তাছাড়া ক্রেতা সচেতনতা মূলক প্রচারেও অনেক সুবিধা হবে।