ঠিকার আওতাভুক্ত সম্পত্তির মিউটেশন ফের শুরু

ফাইল চিত্র

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আবার চালু হচ্ছে ঠিকার আওতাভুক্ত সম্পত্তির মিউটেশন প্রক্রিয়া। এতদিন এই কাজ থমকে ছিল। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী ১লা মে থেকে পরবর্তী ছয় মাসের জন্য ফের শুরু হবে এই প্রক্রিয়া। এই সময়ের মধ্যে পুরসভার ডেপুটি ল্যান্ড কন্ট্রোলারের দফতর থেকে ফর্ম ‘এ’ সংগ্রহ করা যাবে।

মেয়র আরও জানান, বহু মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছিলেন। ফর্ম না পাওয়ায় কাজ আটকে ছিল। এবার সেই সমস্যার সমাধান হবে। যারা অনেকদিন ধরে ঘুরেও মিউটেশন করাতে পারছিলেন না, নাম পরিবর্তন করতে পারছিলেন না, তাঁরা এই সুযোগের মাধ্যমে স্বস্তি পাবেন।

পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে ও প্রচার চালিয়ে নাগরিকদের সচেতন করা হবে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপে বহু মানুষের জমি-সম্পত্তি সংক্রান্ত কাজের জট কাটবে বলে আশাবাদী পুরসভা।