সেনাবাহিনীর বিশেষ আমন্ত্রণে রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম বিমানবন্দরে নামার পরই গাড়ি করে বেরোনোর সময় তাঁকে ঘিরে ধরেন বিজেপির কর্মী ও সমর্থকরা। মানুষের এতো ভিড় দেখে হঠাৎ গাড়ি থামান প্রধানমন্ত্রী। নেমে এসে ভক্ত-সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এভাবে কার্যত তাৎক্ষণিক জনসংযোগ সারলেন মোদী।
এরপর তাঁর কনভয় সোজা রওনা দেয় রাজভবনের উদ্দেশে। আজ রাত সেখানেই থাকার কথা প্রধানমন্ত্রীর। সেনাবাহিনীর তরফে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈঠক ও বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই কলকাতায় তাঁর এই ঝটিকা সফর। সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁর আলোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর হঠাৎ বিমানবন্দর চত্বরে নেমে জনতার সঙ্গে দেখা হওয়া ঘিরে রাজনৈতিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, মোদীর এই জনসংযোগ প্রমাণ করছে, বাংলার মানুষ তাঁকে ঘিরে কতটা উচ্ছ্বসিত। তবে বিরোধীরা বলছেন, পুজোর মরশুমে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্পষ্টতই বিজেপি ভোটের বার্তা দিতে চাইছে।