ষষ্ঠ শ্রেণির পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে আবাসনের নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। দীর্ঘদিন ধরে ওই আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন অভিযুক্ত। তিনি এই কাজ করতে পারেন তা বিশ্বাস করতে পারছেন না আবাসনের বাসিন্দারা।
জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাবা একজন চিকিৎসক। নিজের পরিবারকে নিয়ে তিনি বহরমপুরের একটি বিলাসবহুল আবাসনে থাকেন। শনিবার অভিযুক্ত নিরাপত্তারক্ষী নাবালিকাকে আবাসনের ছাদের বাগানে নিয়ে যান। সেখান থেকে এলাকা দেখতে খুব সুন্দর লাগে বলে নাবালিকাকে প্রলোভন দেখান তিনি। তারপর নাবালিকার উপর যৌন নির্যাতন চালান।
নির্যাতিতা বাড়ি ফিরলে গোটা বিষয়টা সামনে আসে। সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন নাবালিকার পরিবারের সদস্যরা। অভিযোগ পেয়ে শনিবার গভীর রাতে আবাসনে অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে টোটোয় চেপে পালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে বহরমপুর থানায় নিয়ে আসেন তদন্তকারীরা। অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস ৬৫ (১) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।