দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড! দুই দল ছাত্রের সংঘর্ষে মৃত্যু হল এক নাবালকের। এক ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তার বন্ধুর বিরুদ্ধে। আহত ওই ছাত্রকে দ্রুত সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, এদিন দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেট্রো চড়েই ওই ছাত্রেরা দক্ষিণেশ্বরে আসে। স্টেশন থেকে বেরোনোর আগেই তাদের মধ্যে শুরু হয় বচসা। এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ওই ছাত্রদের মধ্যে একজন ছুরি বের করে অন্যজনের উপর হামলা চালায়। সঙ্গে সঙ্গে স্টেশন চত্বরে রক্ত ছড়িয়ে পড়ে।
এই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, মেট্রো স্টেশনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় মেট্রো স্টেশনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দক্ষিণেশ্বরের মতো জনবহুল এবং গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মেট্রো যাত্রীরাও। প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রতিটি মেট্রো স্টেশনে মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও কীভাবে ওই ছাত্ররা ছুরি নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করল? তাহলে কি নিরাপত্তায় বড়সড় কোনও গাফিলতি ছিল? এই প্রশ্ন তুলেছেন নিত্য মেট্রো যাত্রীরা।