লক্ষ্মীপূজায় কমছে মেট্রো পরিষেবা, সোমবার চলবে ২৩৬টি ট্রেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

লক্ষ্মীপূজার দিনে কিছুটা পরিবর্তন আসছে শহরের মেট্রো পরিষেবায়। মেট্রো দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ৬ অক্টোবর ব্লু লাইন পরিষেবায় মোট ২৩৬টি মেট্রো চলবে। এর মধ্যে থাকছে ১১৮টি আপ ও ১১৮টি ডাউন ট্রেন। সাধারণ দিনের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। কারণ স্বাভাবিক নিয়মে দিনে এই লাইনে ২৭২টি মেট্রো পরিষেবা দেওয়া হয়। ফলে এইদিনে ৩৬টি মেট্রো পরিষেবা কম থাকবে।

দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো চালুর মধ্যে দিয়ে পরিষেবা শুরু হবে। একই সময়ে শহিদ ক্ষুদিরাম থেকেও ছাড়বে দক্ষিণেশ্বরগামী ট্রেন। দক্ষিণেশ্বর থেকেও সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো, এবং মহানায়ক উত্তমকুমার থেকেও একই সময়ে চলবে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন।

আবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে, আর শহিদ ক্ষুদিরাম থেকেও রাত ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বরগামী ট্রেন ছাড়া হবে। এছাড়া রাত ৯টা ৪৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে শেষবারের মতো ছাড়বে একটি ডাউন ট্রেন, যা যাবে দমদম পর্যন্ত।


মেট্রোরেল দপ্তর জানিয়েছে, সেদিন ব্লু লাইন ছাড়া অন্য সমস্ত করিডরে, অর্থাৎ গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এদিন মেট্রো পরিষেবায় এই পরিবর্তন আনা হয়েছে। লক্ষ্মী পূজার দিনে মেট্রোয় স্বাভাবিক যাত্রীর তুলনায় ভিড় কিছুটা কম থাকার সম্ভাবনা থাকায় পরিষেবা সেই অনুযায়ী নির্ধারিত করা হয়েছে।