সাতসকালে মেট্রো বিভ্রাট

প্রতীকি চিত্র।

সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রো বিভ্রাট। সোমবার সকাল প্রায় ৯টা থেকে আপ এবং ডাউন, দুই লাইনেই অনিয়মিত ভাবে মেট্রো চলছিল। নির্ধারিত সময়ের পরে ট্রেন আসছিল। এর ফলে বিভিন্ন স্টেশনে ভিড় জমে যায়। দমদমে প্রায় ১০ মিনিট দেরিতে কবি সুভাষগামী মেট্রো চলছিল। দক্ষিণেশ্বরগামী মেট্রোও দাঁড়িয়ে ছিল দীর্ঘ ক্ষণ।

কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হচ্ছিল, মেট্রো ছাড়তে বিলম্ব হবে। ট্রেন দেরিতে চলায় সোমবার সকালে ডাউনের দিকে কবি সুভাষগামী মেট্রোগুলিতে প্রবল ভিড় ছিল। স্টেশনেও তিল ধারনের জায়গা নেই। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসযাত্রীদের। মেট্রোর তরফেও স্টেশনে বার বার ঘোষণা করা হচ্ছে, পর পর গাড়ি রয়েছে। যদিও সপ্তাহের প্রথম কাজের দিনে কেউই দেরি করতে রাজি নয়। তাই ভিড় ঠেলেই সফর করছেন যাত্রীরা।

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, দমদম ও নোয়াপাড়ার মধ্যে সিগন্যাল ঠিকমতো কাজ করছে না। তাই মেট্রো যাতায়াতে সমস্যা হচ্ছে। ডাউনে মেট্রো নোয়াপাড়া পেরিয়ে ঠিকমতো দমদমে ঢুকতে এবং আপের মেট্রো দমদম পেরিয়ে নোয়াপাড়ায় ঢুকতে পারছে না, যেহেতু সিগন্যাল পাচ্ছে না। আর তাতেই পরপর মেট্রো চলাচল বিঘ্নিত হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা।