‘স্বচ্ছ রেল স্বচ্ছ ভারত’ শীর্ষক পুস্তিকা প্রকাশ মেট্রো রেলের

নিজস্ব চিত্র

‘স্বচ্ছতা হি সেবা ২০২৫’ কর্মসূচি ও ‘স্বচ্ছোৎসব’-এর অংশ হিসেবে মঙ্গলবার মেট্রো রেল ভবনে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ‘স্বচ্ছ রেল স্বচ্ছ ভারত’ শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করলেন মেট্রো রেলের মহাব্যবস্থাপক শ্রী শুভ্রাংশু শেখর মিশ্র।

পুস্তিকাটির উন্মোচনের সময় উপস্থিত ছিলেন মেট্রো রেল ও রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর একাধিক শীর্ষ আধিকারিক। অনুষ্ঠানে মেট্রো কর্তৃপক্ষ রেল পরিসর পরিচ্ছন্ন রাখার গুরুত্বের উপর বিশেষ জোর দেন এবং রেল কর্মীদের স্বচ্ছতা অভিযানে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

শ্রী মিশ্র জানান, ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে মেট্রো রেল একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘রেলযাত্রীদের সচেতনতা এবং কর্মীদের দায়িত্ববোধ—এই দুই একসঙ্গে কাজ করলে মেট্রোকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থায় পরিণত করা সম্ভব।’


অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীদেরও সংবর্ধনা দেওয়া হয় এবং ‘স্বচ্ছ স্টেশন’ গড়ে তোলার উদ্দেশ্যে নানা সচেতনতামূলক উদ্যোগের সূচনা করা হয়।