পুজোর আগে শহরের রাস্তাঘাট পরিদর্শনে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার জোকা, বেহালা ও গড়িয়ার বেশ কয়েকটি অঞ্চল ঘুরে দেখেন মেয়র। যেখানে পুরসভা নতুন ভূগর্ভস্থ নিকাশি লাইন তৈরি করেছে সেই অঞ্চলও ঘুরে দেখেন তিনি। সন্ধ্যায় দ্বিতীয় দফার পরিদর্শনে মেয়র ঘুরে দেখেন ই এম বাইপাসের মেট্রোপলিটন মোড় থেকে শুরু করে সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট রোড, গোলপার্ক এবং হাজরা পর্যন্ত একাধিক ব্যস্ত রাস্তা। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতি করতে মেয়র পেভার ব্লকের ব্যবহারের কথা আগেই জানিয়েছিলেন। সেই মতো কাজও হয়েছে শহরজুড়ে।
এদিন পরিদর্শনে গিয়ে নাগরিকদের অভিযোগও শোনেন মেয়র ফিরহাদ। পুজোর সময় কলকাতার রাস্তা ঠিক করা হয়, বছরের বাকিটা সময় থাকে দুরাবস্থা। মেয়রের কাছে এমনটাই অভিযোগ করেন এক মহিলা। তাঁর প্রশ্ন, পুরুলিয়া বা ঝাড়গ্রামে যদি রাজ্য সরকার ভালো রাস্তা করতে পারে, তাহলে কলকাতা পুরসভা কেন একই কাজ করতে পারছে না?
প্রশ্নের উত্তরে মেয়র জানান, কলকাতার রাস্তা সারাবছরই ভালো থাকে। তবে পুজোর আগে অতিরিক্ত নজরদারি দেওয়া হয়। কলকাতায় প্রবল বর্ষণের কারণে প্রায়শই রাস্তার ক্ষতি হয়। প্রচুর বৃষ্টিপাতের জন্যই রাস্তাগুলো ভেঙে যায়। তবে পুরসভা সক্রিয় ভাবে কাজ করছে। কোথাও রাস্তা খারাপ থাকলে তা দ্রুত সারিয়ে দেওয়া হচ্ছে।