ধাপার জয়হিন্দ জল প্রকল্প বৃহস্পতিবার পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিন তাঁর সঙ্গে ছিলেন পুর কমিশনার ধবল জৈন এবং পুরসভার শীর্ষ আধিকারিকেরা। এই প্রকল্পে বর্তমানে প্রতিদিন ৩০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন হয়। এই উৎপাদন ক্ষমতা বাড়িয়ে প্রতিদিন আরও ২০ মিলিয়ন গ্যালন করার কাজ চলছে ১৩২ কোটি টাকা ব্যয়ে। তবে মেয়র এদিন অভিযোগ পান, প্রয়োজনীয় শ্রমিক না থাকায় কাজের গতি ব্যাহত হচ্ছে। জানা যায়, মুর্শিদাবাদ ও মালদা থেকে আসা বহু শ্রমিক ঈদ ও চড়ক পুজোর ছুটিতে থাকায় কর্মীসংখ্যা কমে গেছে।
এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দেন, দ্রুত অন্য জায়গা থেকে শ্রমিক এনে কাজ শেষ করতে হবে। যদিও তিনি আশ্বস্ত করেন, সাময়িক এই সমস্যা ভবিষ্যতে আর থাকবে না। জয়হিন্দ জল প্রকল্প কলকাতা শহর ও শহরতলির বিশাল অংশে পানীয় জল সরবরাহের অন্যতম ভরসা। কলকাতা পুরসভার এই উদ্যোগে একাধিক বুস্টার পাম্পিং স্টেশন বসানো হয়েছে, যা জল সরবরাহের পরিকাঠামোকে আরও মজবুত করেছে। পাশাপাশি, পাইপলাইন মেরামত বা রক্ষণাবেক্ষণের সময়ে পুরসভা আগাম জানানোর ব্যবস্থা রেখেছে, যাতে বাসিন্দারা প্রস্তুত থাকতে পারেন।