পুরসভায় বসে নজরদারি মেয়র ফিরহাদ হাকিমের, সতর্ক থাকার বার্তা

রাতভর বৃষ্টিতে জলবন্দি শহর ও শহরতলি। প্রবল সমস্যায় সাধারণ মানুষ। সমস্যা সমাধানে তৎপর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার ভোর থেকে পুরসভায় বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। মেয়র জানিয়েছেন, কলকাতার রাস্তার জল নামানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে রাত ১০টা বাজবে। দুর্ঘটনা এড়াতে নাগরিকদের  সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সূত্র অনুযায়ী, কলকাতায় ৫ ঘণ্টায় গড়ে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা রেকর্ড। ফলে কার্যত জলবন্দি গোটা কলকাতা। একাধিক বাড়িতে জল ঢুকেছে।  বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। জলের নীচে একের পর এক গাড়ি। শিয়ালদহে রেলওয়ে ট্র্যাকও জলের নীচে। সেই কারণে শিয়ালদহ থেকে আপাতত পুরোপুরি বন্ধ ট্রেন পরিষেবা। মেট্রো পরিষেবাও ব্যাহত। পরিস্থিতি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুরসভায় বসে পরিস্থিতির উপর নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র পারিষদ (নিকাশি)-সহ অন্যান্যরাও তাঁর সঙ্গে রয়েছেন। ইতিমধ্যেই জল নিকাশির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। মেয়রের কথায়, ‘এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে তা জানা ছিল না। তবে পুরসভা কাজ করছে। যা পরিস্থিতি তাতে ১০ ঘণ্টার মতো সময় লাগবে।‘   হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কতক্ষণে কলকাতা স্বাভাবিক ছন্দে ফিরবে, তা নিয়ে উদ্বেগ বাড়চ্ছে।