বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, পরিবারের পাশে থাকার আশ্বাস মেয়রের

প্রতিনিধিত্বমূলক চিত্র

শহরে টানা বর্ষণের ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ১০ জন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেহালার ২৪ বছরের যুবক শুভ প্রামাণিকের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভ। মতিলাল গুপ্ত রোডে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। প্রবল বর্ষার মধ্যেই অফিসে ঢুকে জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই তরুণ। দ্রুত তাঁকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর রাজ্যের প্রশাসনিক মহলে পৌঁছতেই বুধবার শুভর বাড়িতে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোনে মৃতের দাদার সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। শুভর দাদা শুভঙ্কর প্রামাণিক জানান, ‘মন্ত্রী ফিরহাদ হাকিম পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পরিবারকে সহযোগিতা করতে একজনকে চাকরিরও প্রতিশ্রুতি দিয়েছেন।’