কুলতলিতে লোডশেডিং করে তৃণমূল নেতার উপর গুলি ও বোমা নিক্ষেপ

প্রতিনিধিত্বমূলক চিত্র

গোটা এলাকায় লোডশেডিং। সেই অবস্থায় ঘটে গেল ভয়াবহ হিংসাত্মক হামলা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে রবিবার সন্ধ্যায় তৃণমূল নেতা সেলিমের ওপর একের পর এক গুলি ও বোমা নিক্ষেপ করল দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় এলাকার এক দোকানে বসে চা খাচ্ছিলেন সেলিম। হঠাৎ করেই লোডশেডিংয়ের কারণে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। ঠিক সেই সুযোগে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় তাঁর উপর। তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয় এবং একাধিক বোমা নিক্ষেপ করা হয়। বোমা ও গুলির আঘাতে সেলিমের বুকে ও পিঠে গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলায় একাধিক দুষ্কৃতী জড়িত ছিলেন। হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল। তবে এর পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা, সেটা এখনও তদন্তের বিষয়। পুলিশের তরফে জানানো হয়েছে, আক্রান্ত নেতা সেলিমের বয়ান নেওয়া হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।


ভরসন্ধ্যায় এমন প্রাণঘাতী হামলার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করা হবে। ঘটনার জেরে কুলতলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ‘লোডশেডিংয়ের অন্ধকারে এমন হামলা পরিকল্পিত ও ভীতিকর।’

এই হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতেও তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক নেতারা বিভিন্ন মাধ্যমে ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁরা দাবি জানিয়েছেন, দ্রুত দোষীদের সনাক্ত ও শাস্তি নিশ্চিত করতে হবে।