আইনজীবীকে ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে রাজাবাজার মোড়ে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন ওই আইনজীবী। অভিযুক্তদের এখনও পাকড়াও করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত আইনজীবীর নাম মজিদ আখতার (৩৫)। তিনি কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে প্র্যাকটিস করেন। রবিবার রাতে খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় ২–৩ জন দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে তাঁর উপর আচমকা হামলা চালায়। সেই সময় এলাকা প্রায় জনশূন্য ছিল। ভোজালি দিয়ে এলোপাথাড়ি হামলায় মজিদের মাথা, ঘাড় ও হাতে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, মজিদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু স্পষ্ট নয় পুলিশের কাছে। প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে। জামিন সংক্রান্ত মামলায় সাফল্য না পাওয়ায় মজিদের উপর ক্ষোভ জন্মেছিল বলে মনে করা হচ্ছে। সেই সূত্রেই তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এই হামলার পেছনে রয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রাথমিক অনুমান, এটি কোনও পুরনো শত্রুতার ফল হতে পারে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজাবাজার এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।