নতুন ধাপা, উদ্যোগ কলকাতা পুরসভার

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতার ভবিষ্যৎ ভেবে ধাপার লাগোয়া এলাকায় তৈরি হতে চলেছে নতুন ময়লার ডাম্পিং গ্রাউন্ড। আর এই কাজটি এবার একক উদ্যোগে করতে চলেছে কলকাতা পুরসভা। এতদিন পরিকল্পনা ছিল, রাজ্য সরকারের আর্থিক সহায়তায় নতুন ধাপা তৈরি হবে। যদিও পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং অর্থ দপ্তর দু’পক্ষই প্রকল্পকে সাধুবাদ জানালেও অর্থ বরাদ্দ করতে পারেনি। তাই পুরসভাই প্রায় ৭৩ হেক্টর জমিতে নতুন ধাপা গড়ার উদ্যোগ নিচ্ছে।

পুরসভা সূত্রে খবর, ওই জমিতে বর্তমানে যাঁরা চাষ করছেন তাঁদের সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও থাকছে। বিশেষজ্ঞদের মতে, কলকাতার আবর্জনা সমস্যার সমাধানে এটি সাম্প্রতিক কালের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। আগামী ৮ সেপ্টেম্বর মেয়র পরিষদ বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হবে। বৈঠকে অনুমোদন মিললেই ১০ সেপ্টেম্বর পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে।

উল্লেখ্য, শুধু কলকাতার নয়, বিধাননগর, দমদম, পানিহাটি এবং এনকেডিএ-র আবর্জনাও ধাপায় ফেলা হচ্ছে প্রতিদিন। উপরন্তু গত ছ’মাস ধরে হাওড়া পুরসভার প্রায় ৩০০ মেট্রিক টন জঞ্জালও যোগ হচ্ছে ধাপায়। জঞ্জাল সাফাই দপ্তরের তথ্য বলছে, সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৫২০০ মেট্রিক টন বর্জ্য জমা হচ্ছে ধাপায়।