ধাপার আবর্জনার স্তূপ থেকে মিথেন গ্যাস জমে হঠাৎ করে আগুন লাগার ঘটনা নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। এই সমস্যা মোকাবিলায় ২১ লক্ষ টাকা খরচ করে বিশেষ জল ছেটানো স্প্রিংকলার ভ্যান কেনা হচ্ছে। পাশাপাশি, বর্জ্য প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারযোগ্য করে তোলার ব্যবস্থাও জোরকদমে করা হচ্ছে।
সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ৯ হাজার লিটার ধারণ ক্ষমতাযুক্ত স্প্রিংকলার ভ্যান আনা হচ্ছে, যা পুরসভার গাড়িতেই বসানো হবে। এই স্প্রিংকলার প্রতি মিনিটে ৩ হাজার লিটার জল ৮০ মিটার দূর পর্যন্ত ছিটাতে পারবে।
মেয়র আরও জানান, পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ছ’টি ১.৫ টন ক্ষমতাযুক্ত ব্যাটারিচালিত পে-লোডার আনা হচ্ছে, যাতে বর্জ্য সহজে কম্প্যাক্টরে ফেলা যায়। এছাড়া, ১ টন ক্ষমতাসম্পন্ন থার্মোকল প্রসেসিং প্ল্যান্টও স্থাপন করা হয়েছে, যেখানে পুরোনো থার্মোকল থেকে নতুন জিনিস তৈরি হবে।
ধাপাতেই একটি ১০০ টনের ‘ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি’ তৈরি করা হয়েছে, যা বর্জ্য পৃথকীকরণে সাহায্য করবে। পুনর্ব্যবহারযোগ্য নয় এমন বর্জ্য থেকে আবর্জনাভিত্তিক জ্বালানি তৈরি করা হবে।