অরণ্য সপ্তাহে ২০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ শহরে

চলতি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতা জুড়ে শুরু হতে চলেছে অরণ্য সপ্তাহ। এই উপলক্ষে শহরজুড়ে সবুজায়নের এক বড়সড় পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। পুরসভার উদ্যান বিভাগ জানিয়েছে, এই সময় প্রায় ২০ হাজার গাছ লাগানো হবে শহরের বিভিন্ন প্রান্তে।
পুরসভা সূত্রে জানা গেছে, শহরের ১৪৪টি ওয়ার্ডেই গাছ লাগানোর জন্য ইতিমধ্যেই রূপরেখা তৈরি করে ফেলেছেন উদ্যানবিদেরা। কোথায় কোন গাছ লাগানো হবে, কী ভাবে গাছগুলোর রক্ষণাবেক্ষণ চলবে তা নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে।

বিশেষ করে শহরের বিভিন্ন পথ বিভাজিকায় লাগানো হবে টেকোমা, করবী, ফুরুসের মতো বীরুৎ জাতীয় ফুলগাছ। পাশাপাশি পলাশ ও মহুয়ার মতো গাছও বেশি করে বসানোর উদ্যোগ নিয়েছে পুরসভা। শহরের পরিবেশকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তুলতে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, দেবদারু, বকুল, অমলতাস, রুদ্রপলাশ, অশোক ও জারুলের মতো ফুলের গাছ লাগানো হবে।

শুধু তাই নয়, শহরের প্রায় এক হাজারেরও বেশি উদ্যানে ফলের গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বসানো শুরু হয়েছে জাম, জামরুল, আতা, চালতা এবং নানা প্রজাতির আম গাছ। এই কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র শহরকে সবুজ করাই নয়, বরং সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলিতে ভেঙে পড়া গাছগুলোর ক্ষতিও কিছুটা পূরণ হবে বলে মনে করছে পুরসভা।