কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় কোটি টাকার প্রতারণা। প্রতারিত হয়েছেন একাধিক চাকরি প্রার্থী। এই ঘটনায় সম্প্রতি কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দুই প্রতারিত। তাঁদেরকে গান ও সেল ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত প্রতারকের নাম মৃত্যুঞ্জয় প্রসাদ। তিনি বারুইপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মৃত্যুঞ্জয় প্রসাদ নিজেকে একটি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের উচ্চ আধিকারিক বলে পরিচয় দিতেন। তিনি দাবি করেন, তাঁর কোটায় চাকরি দেওয়ার ক্ষমতা রয়েছে। সেই টোপ দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। এরপর দেওয়া হতো ভুয়ো নিয়োগপত্র এবং চাকরির পরিচয়পত্র।
এরকমই দুই বেকার যুবক সেই নিয়োগপত্র নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দপ্তরে চাকরিতে যোগদান করতে গিয়ে জানতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন। জানা যায়, ওই নিয়োগপত্র এবং আই কার্ড– সবই নকল। এরপরই তাঁরা কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর প্রতারক মৃত্যুঞ্জয় প্রসাদকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।