শর্ত সাপেক্ষে স্ত্রীর মৃত্যু বার্ষিকী পালনে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’

ফাইল চিত্র

স্ত্রীর মৃত্যু বার্ষিকী পালনের জন্য আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। আগামী ৩১ জুলাই পর্যন্ত ‘কালীঘাটের কাকু’র এই অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানো হলেও ২৬ জুলাই জামিনের মূল মামলার শুনানি। পাশাপাশি তাঁর এই জামিনে আদালত বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। জামিনে মুক্ত থাকাকালীন সুজয়কৃষ্ণকে সেই শর্তগুলি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।

কী সেই শর্ত? শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, তাঁর মৃত্যু বার্ষিকী পালনের অনুষ্ঠানের সময়সীমা সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ সদস্য সহ ৩৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়া মাত্র ১০ জন আত্মীয়কে আমন্ত্রণ জানানো যাবে। সেই আমন্ত্রিতদের আধার কার্ড এবং বিস্তারিত বিবরণ অনুষ্ঠানের ৪৮ ঘন্টা আগে সিবিআই-এর কাছে জমা দিতে হবে। আত্মীয়রা প্রবেশের সময় তাঁদের পরিচয়পত্র পরীক্ষা করবেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীরা।