নিউ বালিগঞ্জ অধিবাসীবৃন্দ ক্লাবের কালীপুজোর দায়িত্ব সামলান যুবক-যুবতীরা। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিয়মনীতি মেনে পুজো করেন এলাকাবাসী। কসবা চত্বরের এই পুজোর বিশেষ আকর্ষণ ৭ ফুটের প্রতিমা। সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি আশপাশের বাসিন্দারাও পুজোর কয়েকটা দিন প্যান্ডেলে ভিড় জমান।
পুজো উদ্যোক্তাদের কথায়, ২৫ বছরেরও বেশি সময় ধরে এই পুজো চলছে। থিমের পিছনে না ছুটে আমরা সাবেকি রীতি মেনে পুজো করি। এলাকারই যুবক-যুবতীরা চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর যাবতীয় দায়িত্ব সামলান। আশপাশের এলাকার বাসিন্দারাও মাতৃমূর্তি দর্শন করতে আসেন।