জেবিজি কলকাতা ম্যারাথনের দশম বর্ষ উদযাপন

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৫-এর অফিসিয়াল টি-শার্ট ও ফিনিশার্স মেডেলের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শনিবার শহরের ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিল স্পোর্টিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জনপ্রিয় মডেল, অভিনেতা ও ফিটনেস আইকন মিলিন্দ সোমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিতা কোনওয়ার।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পোর্টিজের সিইও ও প্রতিষ্ঠাতা নিশান্ত মহেশ্বরী এবং জয় বলাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জাজোদিয়া। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই উন্মোচন অনুষ্ঠানে অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি রানারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।