ছোট ছোট অনেক মাথা। গণনা করেই যাচ্ছে। যেন ‘মানব ক্যালকুলেটর’! এসআইপি বা সিপ অ্যাকাডেমি ইন্ডিয়ার উদ্যোগে এমনই মহাযজ্ঞ দেখা গেল কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে। রবিবার বসেছিল এসআইপি অ্যাবাকাস ইন্টারন্যাশনাল প্রোডিজি। বিশাল কর্মযজ্ঞ। যেখানে ভারতের ২৬ রাজ্য যেমন অংশ নিয়েছে তেমনই গোটা বিশ্ব থেকে এসেছে ১১টি দেশের শিক্ষার্থীরা। এরমধ্যে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, বাহরিন, তানজানিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, নিউ জার্সি, ইউএসএ, নেপাল।
গণিতের এই মেধা প্রতিযোগিতায় ৬ থেকে ১৪ বছরের বাচ্চারা অংশগ্রহণ করে। ১১ মিনিটে প্রায় ৩০০টি জটিল গাণিতিক সমস্যা সমাধান করার অভূতপূর্ব চ্যালেঞ্জ দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাথস, কলকাতার ডিরেক্টর ইন চার্জ ডঃ শৈবাল চট্টোপাধ্যায়। তিনি অপারেশন ম্যানেজমেন্টের একজন বিশিষ্ট শিক্ষাবিদও। এবার এই প্রতিযোগিতার ২১তম বর্ষ। এই ঐতিহ্যপূর্ণ প্রতিযোগিতা চারবার লিমকা বুক অফ রেকর্ডসের স্বীকৃতি লাভও করেছে। গোটা অনুষ্ঠানে কুড়ি হাজারের বেশি বেশি শিক্ষার্থী, অভিভাবক ও এসআইপি অ্যাবাকাস প্রশিক্ষক ও কর্মীরা উপস্থিত ছিল।
অনুষ্ঠানটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এসআইপি অ্যাকাডেমি ইন্ডিয়া ও ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর দিনেশ ভিক্ট বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগহণকারী প্রতিটি প্রতিযোগীই একজন বিজয়ী। তারা যে নিষ্ঠা সহকারে অনুশীলন করে, তা এই সাফল্যের সঙ্গে তুলনীয় নয়। ব্যক্তিগত বিকাশ ও উন্নতির মধ্যেই আসলে এই প্রতিয়োগিতার সাফল্য’।