জলমগ্ন কলকাতার হাসপাতালগুলিতে কর্মীসংকটে

রাতভর টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন কলকাতা। প্রভাব পড়েছে শহরের প্রায় প্রতিটি হাসপাতালেই। আরজি কর থেকে এসএসকেএম, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এনআরএস— সব হাসপাতালেই ভুগছে একই সমস্যায়। হাসপাতালের চত্বর ও ভিতরের একাধিক জায়গায় জল থই থই করছে। এর ফলে বাস-ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় অনেক কর্মী কর্মস্থলে পৌঁছোতে পারেননি। রাতের ডিউটির কর্মীদেরই আপাতত দায়িত্ব সামলাতে বলা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য আশ্বাস দিয়েছে যে, চিকিৎসা পরিষেবা সচল রয়েছে। তবে রোগীর উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম।

ন্যাশনাল মেডিক্যাল কলেজের ল্যাবরেটরির সামনে জমেছিল হাঁটুসমান জল। পাম্প চালিয়ে সেই জল বার করার চেষ্টা চলছে। এসএসকেএম হাসপাতালেরও একাংশ জলমগ্ন অবস্থায় রয়েছে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা চালু রাখা হয়েছে।


এনআরএস হাসপাতালে সাধারণ ওয়ার্ড ও জরুরি বিভাগে জল ঢোকেনি, তবে হাসপাতালের ভিতরের রাস্তায় জল জমে রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, কর্মীসংকট স্পষ্ট। অনেকে রাস্তায় আটকে পড়েছেন, তাই রাতের ডিউটির কর্মীদেরকেই অতিরিক্ত দায়িত্ব নিতে হচ্ছে।

সবচেয়ে খারাপ অবস্থা আরজি কর হাসপাতালে। তিনটি প্রধান ফটকই জলমগ্ন। পার্কিং এলাকা, ক্যান্টিন-সহ হাসপাতালের নিচু জায়গাগুলি জল থৈ থৈ করছে। পাম্প চালানো হলেও আশপাশ জলমগ্ন থাকায় বিশেষ লাভ হচ্ছে না।

চিকিৎসক ও কর্মীদের দাবি, বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু থাকলেও রোগীর সংখ্যা হাতেগোনা। শহরজুড়ে জলাবদ্ধতার ফলে হাসপাতালের ভেতরে যেমন সমস্যা তৈরি হচ্ছে, তেমনই রোগীদের যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।