হাওড়ার ফোরশোর রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত ১৮

নিজস্ব চিত্র

শনিবার সন্ধ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনা হাওড়ার ফোরশোর রোডে। এই ঘটনায় কমপক্ষে ১৮জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ছুটে আসে হাওড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, ধর্মতলার দানেশ শেখ রুটের এই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটি ব্রেক ফেল করলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ফোরশোর রোডের একটি লেনে যান চলাচল ব্যাহত হয়।