হরিদেবপুরে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে তাড়া করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম অন্ময় চন্দ। বছর সাতাশের অন্ময় জাজবাগান কালীমন্দির এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার রাতে হরিদেবপুরের তারামণি ঘাট রোডের কাছে এক মাঠে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই প্রতিযোগিতা চলাকালীন বাগবিতণ্ডা শুরু হয় দুই দলের মধ্যে। তখনই হঠাৎ করে বন্দুক বের করে অপর পক্ষকে ভয় দেখাতে শুরু করে অন্ময়। বন্দুকের বাট দিয়ে মেরে এক যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
তার পরে রবিবার রাতে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জাগরণী সাংস্কৃতিক সংঘ। সেই অভিযোগের তদন্তে নেমেই এবার অভিযুক্ত অন্ময়কে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। ঠিক কী কারণে বচসা? ওই যুবকের কাছে বন্দুক এলই বা কোথা থেকে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকেরা।